গতকাল দখলদার ইয়াহুদী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের আল-ইসেভিত নামক একটি স্থানে ফিলিস্তিনি অধিবাসীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে। হামলায় আহতদেরকে হাসপাতালে নিতেও বাধা দিয়েছে তারা। ফিলিস্তিনী চিকিৎসা সহায়তা সংস্থা ‘হালাল আহমার’ কর্তৃক প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, দখলদার সৈন্যরা আল-ইসেভিতে ফিলিস্তিনীদের ঘরে টিয়ারশেল গ্যাস নিক্ষেপের পাশাপাশি বুলেটও নিক্ষেপ করেছে। যার ফলে কয়েকজন ফিলিস্তিনী আহত হয়। আহতদের মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসী ইয়াহুদী বাহিনী এম্বুলেন্সের উপর ফায়ারিং করে এবং টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে।
নিউজ এজেন্সি ‘ওয়াফা‘ অনুসারে, দখলদার বাহিনী আলসেভিয়াতে ফিলিস্তিনিদের উপর নিষ্ঠুরভাবে নির্যাতন চালায় ।এতে, ৩২ বছর বয়সী আলাদিন ওসমান ওবায়দ ও তার ভাই ৩০ বছর বয়সী রামি আহত হয়। আহত অবস্থায় তাদেরকে কারাগারে নিয়ে যায় দখলদার বাহিনী। পরে তাদের দুইজনকেই অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়।