মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনী বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি আহত হয়েছে।
যুগান্তর পত্রিকার বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলতলা বিওপির সীমান্ত পিলার ১৮২৩/২৬-এস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বাপ্পা মিয়া (৩২) উপজেলার পূর্ব বটুলি গ্রামের আব্দুর রউফের ছেলে এবং গুলিবিদ্ধ আব্দুল কালাম (৩০) একই এলাকার সফিক মিয়ার ছেলে। গুলিবিদ্ধ অপর চার বাংলাদেশির নাম-পরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৮-১০ বাংলাদেশি ভারত থেকে গরু আনতে ফুলতলা সীমান্তে যায়।
এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের সন্ত্রাসী দল।
এতে ছয় বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তারা পালিয়ে আসেন।