ইসলামী ইমারত আফগানিস্তানের প্রশিক্ষণ, শিখন এবং উচ্চশিক্ষা বিভাগের তত্ত্বাবধানে আফগানিস্তানের শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষকদের পরীক্ষা নেওয়ার কর্মসূচি চালু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ১৪৪১ চান্দ্র হিজরী সনের ২০শে মহররম থেকে ৮ই সফর পর্যন্ত দেশটির হেলমান্দ প্রদেশের ৪১০ জন শিক্ষকের পরীক্ষা নেওয়া হয়েছে। একইভাবে, ১৪৪১ চান্দ্র হিজরী সনের ৬ই সফর থেকে ২৫ই সফর পর্যন্ত মায়দান ওয়ার্দাক প্রদেশের ৭টি জেলার ৩০৪৪জন শিক্ষকের পরীক্ষা নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।
ইসলামী ইমারত আফগানিস্তানের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, এই ধরণের পরীক্ষা আফগানিস্তানের অন্যান্য প্রদেশেও অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশজুড়ে শিক্ষকদের সক্ষমতা ও যোগ্যতা বাড়ানোই এই সকল পরীক্ষার উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
নিচে পূর্বে অনুষ্ঠিত পরীক্ষার কিছু চমৎকার পিকচার দেওয়া হলো-
হোম ফটো গ্যালারি ফটো রিপোর্ট | শিক্ষকদের যোগ্যতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় বিশেষ পরীক্ষার আয়োজন...
খুবই সুন্দর উদ্যোগ।