শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ পিলারের কাছে পানবাড়ি এলাকায় সন্ত্রাসী বিএসএফের গুলিতে উকিল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সে মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে। ১৮ নভেম্বর সোমবার ভোর সকালে সীমান্তে এ ঘটনা ঘটে।
এ সময় বিএসএফের গুলিতে আরেক যুবক বাবেলাকোনা গ্রামের বদর আলীর ছেলে সুমন মিয়া আহত হয়েছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর ঘাস খাওয়ানোর জন্য একদল যুবক কাজ করতে থাকলে ভারতীয় সন্ত্রাসী বিএসএফ গুলি চালায়। এতে উকিল ও সুমন আহত হয়ে বাংলাদেশী সীমান্তের পানবাড়ি এলাকায় মৃত্যর কোলের ঢলে পরে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে পরে নিয়ে আসে।
খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খবরঃ বিডি প্রতিদিন
ঘটনার সত্যতা নিশ্চিত ওই ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই বলে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত সুমনকে শ্রীবরদী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে বিজিবি-বিএসএফ কথিত পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
They are common practice of killing Bangladeshi People, Bangladesh have no Home Minister. Asaduzzaman Khan Kamal is Indian appointed Minister. They (Asaduzzaman Khan Kamal) say BSF have rights to fire for self protect. We ask question to Our Minister Haven’t any rights of Bangladeshi People???
allah tayala suhid hisebe kobol korok ?amin