মহিলাদের জন্য বিশ্বের সব থেকে বিপজ্জনক দেশ ভারত। এই তথ্যই উঠে এলো টমসন রয়টার্স ফাউন্ডেশন নামে একটি আন্তর্জাতিক সংগঠনের সমীক্ষায়। সমীক্ষা টিমে ছিলেন মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা কমপক্ষে ৫৫০ জন বিশেষজ্ঞ। ২০১৮ সালে ওই সমীক্ষাটি প্রকাশিত হলেও গত একবছরে সেভাবে বিশেষ কোনও পরিবর্তন হয়নি বলেই দাবি করেছেন সমীক্ষা করা বিশেষজ্ঞরা। রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি দেশের মধ্যে কোন পাঁচটি দেশ মহিলাদের জন্য সব চেয়ে বিপজ্জনক এবং স্বাস্থ্য পরিষেবা, অর্থনৈতিক সম্পদ, ঐতিহ্য, মানুষ পাচার, যৌন হয়রানির ক্ষেত্রে সব চেয়ে খারাপ তা নিয়ে সমীক্ষা করা হয়। সমীক্ষা শেষে মোট ১০টি দেশকে মহিলাদের মধ্যে সব চেয়ে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে মালাউন মোদির পরিচালিত দেশ ভারত।