ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুরে মালাউন পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ১৭ জন নিরীহ গ্রামবাসীকে খুন করেছিল। আর নৃশংস এ হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল মাওবাদী বিদ্রোহীদের নামে। তবে বাস্তবে ওই ঘটনায় কোনও মাওবাদী মারা যায়নি। গ্রামবাসীও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়নি। সাত বছর ধরে মামলার শুনানির পর বিচারপতি বিজয় কুমার অগ্রবালের বিচার বিভাগীয় কমিশনের তদন্তে উঠে এসেছে এমন তথ্য। নভেম্বরে সেই বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
রাজ্যের বিজাপুর জেলার সারকেগুড়ায় ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে ২০১২ সালের ২৮ জুন।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন পুলিশ বিজাপুরের সারকেগুড়ায় বিনা প্ররোচনায় গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যাতে বলা যায় গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল কিংবা পুলিশের সঙ্গে গ্রামবাসীর কোনও বন্দুকযুদ্ধ হয়েছিল।