ফটো রিপোর্ট | তালেবান সরকারের শিক্ষা উন্নয়ন কর্মসূচি : লোগার প্রদেশে আয়োজিত হলো কুরআন তেলাওয়াত অনুষ্ঠান

0
1263
ফটো রিপোর্ট | তালেবান সরকারের শিক্ষা উন্নয়ন কর্মসূচি : লোগার প্রদেশে আয়োজিত হলো কুরআন তেলাওয়াত অনুষ্ঠান

তালেবান নেতৃত্বাধীন সরকার ইসলামী ইমারত আফগানিস্তানের শিক্ষা বিভাগ আফগানিস্তানব্যাপী নিজেদের অধীনস্ত এলাকায় শিক্ষা উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশটির লোগার প্রদেশের বারাকি বারাক জেলার আবু মুসলিম খোরাসানি মাদরাসায় একটি কুরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তান ইসলামী ইমারতের অফিসিয়াল ব্যক্তিবর্গ, স্থানীয় গোত্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামী ইমারতের আফগানিস্তানের অফিসিয়াল বার্তাসংস্থা ‘আল-ইমারা’ ।

নিচে অনুষ্ঠানটির কিছু দৃশ্য দেওয়া হলো-

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় হিন্দুত্ববাদীদের হাতে নিহত তাবরেজের স্ত্রী শাহিস্তা বলছেন আওর কুছ নাহি, ইনসাফ চাহিয়ে
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী প্রভাবশালী কর্তৃক নবীনগরে কৃষকের সম্পত্তি জবরদখল