গত সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। ৯০ মিনিট উত্তপ্ত বিতর্কের পর ২৯৩-৮২ ভোটের ব্যবধানে এটি পাস হয়।
ওয়াইসি এই বিল নিয়ে ভারতের কেন্দ্রীয় সন্ত্রাসী মোদি সরকারকে আক্রমণ করে বলেন, ‘ভারতে মুসলমানদের দেশহীন করার লক্ষ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসি করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।’
তিনি বলেন, এই বিলটি ভারতের মুক্তিযোদ্ধাদের অপমান। এই আইন হিটলারের আইনের চেয়েও খারাপ।
ওয়াইসি বলেন, ভারতের মুসলমানদের প্রান্তিক নাগরিকে পরিণত করতেই এই বিল আনা হচ্ছে। এটি মুসলিমদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র।
কেন বিলটি তিনটি দেশের (পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান) ক্ষেত্রেই সীমাবদ্ধ তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওয়াইসি বলেন, কেন চীন বা অন্য কোনও দেশ থেকে আসা শরণার্থীদের জন্য এই বিল নয়?
শুধুমাত্র রাজনৈতিক কারনেই এই নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হচ্ছে। তারপর এনআরসিও রাজনৈতিক কারণেই করা হবে।