পুঁজিবাজারে অব্যাহত দরপতনে গত দশ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ১৪ হাজার কোটি টাকা। বাজারের চলমান সংকটে হতাশায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
২০১০ এর ধসের পর ৯ বছর কেটে গেলেও ঘুড়ে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার। বছরজুড়ে নানা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে এই বাজার। মাঝে মাঝে সূচক বাড়লেও সেই ধারা স্থিতিশীল থাকেনি। গত ৩৯ মাসের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এখন সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এ মাসের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা এখন ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা।
গত কয়েক কার্যদিবসের এই দর পতন উদ্বিগ্ন সাধারণ বিনিয়োগকারীরা। খেলাপি ঋণ বাড়তে থাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার বেশ অবনতি হয়েছে। নীতি-নির্ধারকরা নানা পদক্ষেপ নিলেও এর কোন স্থায়ী প্রভাব পুঁজিবাজারে পড়েনি। বাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল আইপিও, বিশৃঙ্খল আর্থিক বিবরণী, সেকেন্ডারি মার্কেটে সন্দেহজনক লেনদেন ও প্রশ্নবিদ্ধ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পুঁজিবাজারের বর্তমান অবস্থার জন্য দায়ী।
সুত্রঃ ইনডিপেনডেন্ট২৪