ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সন্ত্রাসী বিএসফের গুলিতে রেজাবুল ইসলাম (২৭) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় সন্ত্রাসী বিএসএফের গুলিতে আহত হয় রেজাবুল। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
হরিপুর উপজেলার বিজিবি-৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম এসব তথ্য জানিয়েছে।
নায়েব সুবেদার আব্দুস সালাম জানান, হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে ব্যবসা করার জন্য গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্যরা রক্ষা পেলেও রেজাবুল ইসলাম বিএসএফের গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সুত্রঃ সমকাল