‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দেবলীনার ওপর হামলা

0
1516
‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দেবলীনার ওপর হামলা

কলকাতায় হামলার শিকার হয়েছে দেবলীনা মজুমদার। রবিবার রাতে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। দক্ষিণ কলকাতায় একটি সিএএ বিরোধী মিছিলের পরেই ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত দেবলীনা ও তার সঙ্গীদের স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক শুশ্রুষার পরে ছেড়ে দেওয়া হয়। দুষ্কৃতিকারীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে তাদের আক্রমণ করেছে বলে অভিযোগ।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঘাযতীন অঞ্চলে সিএএ-বিরোধী একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিল দেবলীনা মজুমদার। ওই মিছিলটি ছিল ‘ফেমিনিস্ট ইন রেসিস্ট্যান্স’ গ্রুপের।

‘দ্য হিন্দু’-র প্রতিবেদন অনুযায়ী, মিছিলটি শেষ হয়ে যাওয়ার পরে যখন দেবলীনা ও তাঁর সঙ্গীরা স্থানীয় একটি চায়ের দোকানে বিশ্রাম নিচ্ছিল, তখনই একদল দুষ্কৃতিকারী ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে তাদের আক্রমণ করে।

দেবলীনা ‘দ্য হিন্দু’-কে জানিয়েছে, মিছিলের শেষে আমরা যখন চা খাচ্ছিলাম তখন ৮ জন লোক আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা জয় শ্রীরাম বলে চিৎকার করতে থাকে আর এলোপাথাড়ি স্টিক দিয়ে মারতে শুরু করে।” এই ঘটনায় আহত হয়েছেন দেবলীনা ও তাঁর সঙ্গীরা।

দেবলীনা ‘দ্য হি্ন্দু’কে জানিয়েছেন যে তাঁর ক্যামেরাও ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

ঘটনার পরে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক শুশ্রুষার পরে ছেড়ে দেওয়া হয়েছে দেবলীনা ও তাঁর সঙ্গীদের।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী দালাল সন্ত্রাসী এসআইয়ের পরকীয়ায় ভাঙল দুই বোনের সংসার!
পরবর্তী নিবন্ধসরকারি বিআরটিসি বাসের বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর