সংখ্যা সল্পতা ও যুদ্ধ সরঞ্জামাদির কমতির কারণে কখনোই সত্যিকারের মু’মিনীনরা কুফ্ফার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা পরিত্যাগ করেননা, বরং তারা তাদের সৃষ্টিকর্তার উপর সাহায্যের পূর্ণ আস্থা নিয়েই কুফ্ফার বাহিনীর বিরুদ্ধে ময়দানে অবতির্ণ হন।
এমনই এক বাস্ত রণক্ষেত্রের সংবাদই দিচ্ছি আপনাদের।
শাম বা সিরিয়া বর্তমানে যুদ্ধের এক উত্তপ্ত ময়দান, যেখানে বিশ্বের সোপার পাওয়ার দাবিদাররা তাদের সকল ধরণের মারণাস্ত্র নিয়ে একত্রিত হয়েছে ইসলাম ও মুসলিমদের নাম নিশানা মুছে দিতে।
বিপরীত দিকে সামন্য কিছু যুদ্ধাস্ত্র ও কয়েক হাজার যোদ্ধাদের একটি বাহিনী, যারা শত সংকীর্ণতার মধ্যেও সোপার পাওয়ার দাবিদারদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।
এই তো ১লা জানুয়ারিতেও শামের ইদলিব প্রদেশের দক্ষিণ-পূর্ব গ্রামাঞ্চল ও হামা প্রদেশের উত্তরে “আল-ঘাব” অঞ্চলে সোপার পাওয়ার দাবিদার কুফ্ফার রাশিয়া ও কুখ্যাত শিয়া/মুরতাদ বাহিনীর দুর্গগুলোতে আল-কায়েদার মুজাহিদগণ হামলা চালিয়েছেন। এসকল স্থানগুলোতে আল-কায়েদার মুজাহিদগণ সামান্য 14.5 মেশিনগান অস্ত্র দ্বারা কুফ্ফার ও মুরতাদ বাহিনীর দুর্গগুলোতে হামলা চালিয়েছেন।
যার ফলসরূপ অনেক মুরতাদ সেনা হতাহতের শিকার হয়।
والحمد لله ربّ العالمين.