মুসলমানদেরকে মালাউন রেড্ডির হুমকি‘‘আমরা দেশের ৮০%,তোমরা মাত্র ১৫%

0
1214

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত। তার মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দিয়ে বিতর্কে জড়াল কর্নাটকের বেল্লারির সন্ত্রাসী দল বিজেপি গুণ্ডা সোমশেখর রেড্ডি। তাঁর কথায়, ‘‘খুব সাবধান, আমরা দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ। তোমরা মাত্র ১৫ শতাংশ। তোমরা সংখ্যালঘু। এ দেশে থাকতে গেলে বুঝে শুনে পা ফেলতে হবে।’’

ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল সূত্রে জানা গেছে, সম্প্রতি বেল্লারির একটি জনসভায় এমন মন্তব্য করে সোমশেখর রেড্ডি। সে বলে, ‘‘যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের সতর্ক করে দিতে চাই। সবে পাঁচ মাস হল ক্ষমতায় এসেছি। বেশি নখরা (নাটক) করবেন না। আমরা যদি আসল মূর্তি ধারণ করি, তা হলে আপনাদের কী হবে বুঝতে পারছেন নিশ্চয়ই!’’ আমরা ৮০ শতাংশ, আপনারা মাত্র ১৫ শতাংশ। আমরা পাল্টা আঘাত করতে নামলে কী হবে বুঝতে পারছেন তো? এ দেশে থাকতে হলে বুঝে শুনে পা ফেলুন।’’সোশ্যাল মিডিয়ার দৌলতে সোমশেখর রেড্ডির ভাষণের এই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধরা পড়ল মালাউন যোগী প্রশাসনের মিথ্যাচার!
পরবর্তী নিবন্ধএবার তাড়ানো হবে রোহিঙ্গাদের, হুংকার ভারতীয় হিন্দুত্ববাদী মন্ত্রীর