এবার তাড়ানো হবে রোহিঙ্গাদের, হুংকার ভারতীয় হিন্দুত্ববাদী মন্ত্রীর

0
999

মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের ভারতে কোনও জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির কেন্দ্রীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসী মন্ত্রী জিতেন্দ্র সিং। সে বলেছে, মিয়ানমার থেকে পালিয়ে এসে জম্মুতে বহু রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। কিন্তু তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। বরং ঝাড়াই-বাছাই করে ফেরত পাঠানোর কাজ শুরু হবে শিগগিরই।

শুক্রবার শ্রীনগরে সরকারি কর্মীদের নিয়ে আয়োজিত তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠানে সংশোধিত নাগরকিত্ব আইন (সিএএ) নিয়ে আলোচনা চলাকালীন এমন মন্তব্য করে এই মন্ত্রী।

জিতেন্দ্র সিং আরো বলেছে,”সংসদে বিল পাশ হয়ে যাওয়ার দিন থেকেই জম্মু-কাশ্মীরে সিএএ চালু হয়ে গেছে। এ নিয়ে কোনও যদি, কিন্তুর ব্যাপার নেই। এবার রোহিঙ্গাদের নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার।”

কেন্দ্রীয় এই মন্ত্রীর দাবি, সংশোধিত নাগরিকত্ব আইনে শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়ণের শিকার হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ এবং পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কথাই বলা রয়েছে। মিয়ানমার বা রোহিঙ্গাদের কোনও উল্লেখ নেই এতে। তাই তাঁদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না।

জিতেন্দ্র সিংহ বলেছে, ‘‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। তাদের একটি তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে তৈরি করা হবে বায়োমেট্রিক পরিচয়পত্রও। কারণ সংশোধিত নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদর কোনও সুবিধা দেওয়ার কথা বলা নেই। প্রতিবেশী তিন দেশে ধর্মীয় নিপীড়ণের শিকার যে ছয়টি সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, রোহিঙ্গারা তার মধ্যে পড়ে না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলমানদেরকে মালাউন রেড্ডির হুমকি‘‘আমরা দেশের ৮০%,তোমরা মাত্র ১৫%
পরবর্তী নিবন্ধফের পিয়াজের ডাবল সেঞ্চুরি