রাজশাহীর বাঘায় জোরপূর্বক জমি দখল করতে গিয়ে তোপের মুখে পড়েছে এক সন্ত্রাসী যুবলীগ নেতা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কালের কন্ঠ থেকে জানা যায়, উপজেলার গাওপাড়া গ্রামের আরশাদুল ইসলাম ও আক্কাস আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। আসাদ আলী পক্ষ নিয়ে বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক যুবাইদুল হক ও হানিফ আলীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল নিয়ে জমি দখল করতে যায়। এ সময় আক্কাস আলীর লোকজন বাধা দেয়। এক পর্যায়ে আক্কাস আলীর পক্ষের মরিয়ন বেগম (৬৫) ছেলে মানিক হোসেন ও মাসুন হোসেনকে মারপিট করে। এতে তারা ৩ জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ সময় এলাকার লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসী যুবলীগ নেতাদের ঘিরে ধরে। ফলে তারা তোপের মুখে পড়ে। তবে কৌশলে সন্ত্রাসীরা সেখান থেকে সটকে পড়ে।