ভারতে শিক্ষার্থীদের তুলনায় গরুর নিরাপত্তা ও সম্মান বেশি : টুইঙ্কেল খান্না

0
1408

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মুখোশ পরে হামলার ঘটনায় উত্তাল ভারত। রবি ও সোমবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন হয়েছে ভারতজুড়ে। খবর হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, রবিবার রাতে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ঢুকে হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ ৩০ শিক্ষার্থী ও ১২ শিক্ষক আহত হয়েছে।

তাদের মধ্যে বেশ কয়েকজন রক্তাক্ত জখমও হয়েছে।

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) দিকে। একই সঙ্গে গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জগদীশ কুমারও জড়িত বলে অভিযোগ ছাত্রছাত্রীদের।

টুইটারে এর প্রতিবাদে টুইঙ্কেল খান্না লিখেছেন, ভারত, যেখানে গরুর সম্মান করা হয়, তাদের বেশি নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু ছাত্রদের কোনও সম্মান কিংবা সুরক্ষা নেই। এখন তো দেশে আন্দোলন করলেও জোর করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এইভাবে কোনও আন্দোলনকে থামানো যাবে না। এতে দেশে আরও অস্থিরতা ছড়াবে, আরও বেশি হরতাল হবে, মানুষ আরও বেশি সংখ্যায় রাস্তায় নামবে।

সুত্রঃ বিডি প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরে ৩ গেরিলার সন্ধান পেতে ৭দিন ধরে চারশো’র বেশি সন্ত্রাসীদের তল্লাশি
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে মারধর করলো সন্ত্রাসী ছাত্রলীগ