মালাউন মোদিকে স্বাগতম জানানোর বদলে জানানো হল ‘গো ব্যাক মোদি’

0
966
মালাউন মোদিকে স্বাগতম জানানোর বদলে জানানো হল ‘গো ব্যাক মোদি’

একদিকে সিএএ–এনআরসি বিক্ষোভ‌এর আগুন জ্বলছিলই। সম্প্রতি তাতে ঘৃতাহুতি পড়েছে জেএমইউআই, এএমইউ এবং জেএনইউ–তে চলা ছাত্রবিক্ষোভ দমনে কেন্দ্রের চরমপন্থা অবলম্বন। আর তাতেই (১১ জানুয়ারী) শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কলকাতা।

কালো পতাকা, কালো বেলুনে ছেয়ে গিয়েছিল শনিবারের কলকাতার আশপাশ। কোথাও কুশপুতুল জ্বালিয়ে, কোথাও ব্যানার, পোস্টার হাতে তো কোথাও রাস্তার উপর লাল কালিতে ‘‌গো ব্যাক মোদি’‌ স্লোগান লিখে চলছে বিক্ষোভ প্রদর্শন। ধর্মতলা, কলেজ স্ট্রিট, যাদবপুর, হাতিবাগান, বিমানবন্দর, লেনিন সরণি, গোলপার্ক, হাওড়া সেতুতে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা।

কালো পতাকা, কালো বেলুনে ছেয়ে গিয়েছে গত শনিবারের কলকাতার আশপাশ। কোথাও কুশপুতুল জ্বালিয়ে, কোথাও ব্যানার, পোস্টার হাতে তো কোথাও রাস্তার উপর লাল কালিতে ‘‌গো ব্যাক মোদি’‌ স্লোগান লিখে চলছে বিক্ষোভ প্রদর্শন। ধর্মতলা, কলেজ স্ট্রিট, যাদবপুর, হাতিবাগান, বিমানবন্দর, লেনিন সরণি, গোলপার্ক, হাওড়া সেতুতে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা।

সেজন্যই তাঁকে স্বাগতম জানানোর বদলে ফেরত যেতে বলছেন তাঁরা বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজন্ম নিবন্ধনে ৫০ টাকা ফি নেয়ার নিয়ম থাকলেও নেওয়া হয় ২০০ টাকা
পরবর্তী নিবন্ধভারতীয় মালাউন বাহিনী আজাদ কাশ্মীরও দখল করতে‘প্রস্তুত’ বলে জানালো সেনাপ্রধান