আসলেই কতটা উন্নত হচ্ছে ভারত?

0
870
আসলেই কতটা উন্নত হচ্ছে ভারত?

দেশের জাতীয় অপরাধ পরিসংখ্যান সংস্থা বা এনসিআরবির তথ্য অনুযায়ী ২০১৮ সালে ভারতে দিনে ৯১টি ধর্ষণ হয়েছে৷ শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে দিনে ৮০টি খুন ও ২৮৯টি গুম হয়েছে৷

এই তথ্য প্রকাশের পর থেকে নতুন করে আলোচিত হচ্ছে ভারতের উন্নয়নশীলতার বাস্তবিক চিত্র৷

বর্তমানে, ভারতে বিশালাকারে সংগঠিত হচ্ছে নাগরকিত্ব আইন, নাগরিকপঞ্জীসহ বিভিন্ন বিষয়ে নাগরিক প্রতিবাদ৷ অন্যদিকে, প্রতিবাদী জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদ থেকে পিছিয়ে নেই সমাজের কোনো অংশের মানুষ৷ একদিকে সংবিধানবিরোধী আইন, শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশি হামলার বিরুদ্ধে সোচ্চার সাধারণ মানুষ তেকে বলিউড সেলিব্রিটি সবাই, অন্যদিকে নতুন উদ্যমে প্রতিবাদ ঠেকাতে ‘ট্রল ব্রিগেড’৷ সব মিলিয়ে, কোথাও যেন অদৃশ্য এক ‘টাগ অফ ওয়ারে’ ব্যস্ত বর্তমান ভারত৷ পাল্লার একদিকে যুক্তি, প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার৷ অন্যদিকে অন্ধ ভক্তি ও চুপ করিয়ে রাখার সংস্কৃতি৷

এমন পরিস্থিতিতে যখন ২০১৮ সালের অপরাধ পরিসংখ্যান সামনে আসে, তখন বুঝা গেছে ভারত গত দশ বছরে একাধিক ক্ষেত্রে মৌলিক খাতে রয়ে গেছে বিশাল ঘাটতি৷

এদিকে,একই দেশে একদিকে একটি বিশেষ প্রাণীর মাংস খাওয়ার গুজবের ভিত্তিতে জ্যান্ত পুড়িয়ে মারা হয় মুসলিম পিতা-পুত্রকে৷ অন্যদিকে, দেশের অন্যতম জনপ্রিয় হিন্দু অভিনেত্রী সশরীরে সরকারবিরোধী জনসভায় উপস্থিত হয়, নিজের কেরিয়ার বা প্রাণভয়ের তোয়াক্কা না করেই৷

একই দেশে সম্প্রতি বৈধ হয়েছে সমকামী সম্পর্ক৷ অন্যদিকে এই ভারতেই ধর্ষিতা হয় গড়ে দিনে ৯১জন৷

জাতপাতভিত্তিক বিভেদ আইনত ভারতে অপরাধ হলেও শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে একজন রোহিত ভেমূলাকে আত্মহত্যা করতে হয়৷

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে প্রতি ১৫ মিনিটেই ঘটে একটি করে ধর্ষণের ঘটনা
পরবর্তী নিবন্ধপূর্ব আফ্রিকা | হারাকাতুশ শাবাব মুজাহিদদের হামলায় ১৩ মুরতাদ সেনা হতাহত!