গরু জবাই নিষিদ্ধ করাই কাল হয়েছে, তাই গোবর গবেষণা করতে বিজ্ঞানীদের প্রতি ভারতীয় মন্ত্রীর আহ্বান

0
1037
গরু জবাই নিষিদ্ধ করাই কাল হয়েছে, তাই গোবর গবেষণা করতে বিজ্ঞানীদের প্রতি ভারতীয় মন্ত্রীর আহ্বান

গোবর ও গো-মূত্র গবেষণায় নজর দিতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পশুপালন, ডেইরি ও মৎস্যচাষ মন্ত্রী মালাউন গিরিরাজ সিংহ। সে বলেছে, গো-ভক্তি থেকে নয়, বাস্তব সমস্যা মোকাবিলার দাওয়াই হিসেবেই গোবর গবেষণা করা উচিত।

১২টি রাজ্যের ভেটেরিনারি অফিসার ও পশুপালন সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর উপাধ্যক্ষদের কর্মশালায় সে এ আহ্বান জানায়। খবর আনন্দবাজার।

মন্ত্রী আরও বলেছে, গো-হত্যা নিষিদ্ধ। আবার দুধ দেওয়া বন্ধ হওয়ার পর গরু গোয়ালে রাখলে আর্থিক ক্ষতি। তাই ছাড়া-গরু উত্তরপ্রদেশে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা যদি গোবর ও গো-মূত্র থেকে অর্থকরী কিছু তৈরির পথ দেখাতে পারেন, তবে বুড়ো গরু ছেড়ে দেওয়ার প্রবণতা কমবে। অর্থনীতিরও এতে উপকার হবে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ থেকে বাঁচতে সিরিয়ার মুসলিম নারীরা আত্মহত্যার ফতোয়া খুঁজছে!
পরবর্তী নিবন্ধমসজিদ-গোরস্থান ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় সাংসদ