‘স্কুল-কলেজ এখন জেনার বাজার’- আল্লামা শফী

0
973
‘স্কুল-কলেজ এখন জেনার বাজার’- আল্লামা শফী

দেশের স্কুল-কলেজকে জেনার (অবৈধ শারীরিক সম্পর্ক) বাজার বলে মন্তব্য করেছেন শাহ আহমদ শফী বলেছেন, শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরা তো জেনা করেই।

আজ শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রামের রাউজান গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এ মন্তব্য করেন। আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরা তো জেনা করেই। হাসিনাকে জানাই, হাসিনা তুমি যেভাবে লেখাপড়া করেছো সেভাবে আমাদের মেয়েদেরও, মহিলাদেরও ওইভাবে লেখাপড়া করার জন্য আদেশ দাও। আমি মহিলাদের শিক্ষিত হওয়ার জন্য বাধা দিচ্ছি না। মহিলা আলাদা, পুরুষ আলাদা-এমন করলে ভালো হবে না খারাপ হবে?’

আল্লামা শফী আরও বলেন, ‘এখন তো রাস্তাঘাটে একজন মহিলা, একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ-কেমন? এরা চোখের জেনা করে। চলাফেরা করে। এখন স্কুল-কলেজে জেনার বাজার।’তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা ফরিদ উদ্দীন আল-মোবারক। এতে আরও বক্তব্য দেন মাওলানা আজিজুল ইসলাম জালালী, মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারী, মুফতি নুরুল আমিন ফরিদী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা মোস্তাফা নূরী, গাজী মাওলানা ছানাউল্লাহ, মাওলানা হারুন আজিজী নদভী প্রমুখ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালেবানদের জবাবি হামলায় ৮ মার্কিন ক্রুসেডার সহ অনেক সৈন্য হতাহত!
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || সিরিয়ায় মুরতাদ বাহিনীর বিরুদ্ধ “আনসারুত তাওহিদ”এর হামলার ঝড় তুলা কিছু মুহুর্ত!