যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ৭৫ ট্রাক সেনা ও অস্ত্র পাঠিয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি।
গত শনিবার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনো প্রকার ঘোষণা ছাড়াই গোপনে সিরিয়ার তেলসমৃদ্ধ কয়েকটি এলাকায় অন্তত ৭৫ ট্রাক সেনা, অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
এ ব্যাপারে সিরিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিযোগ, তেলসমৃদ্ধ এলাকাগুলোতে এসব সেনা মোতায়েন করা হয়েছে। এ ক্ষেত্রে সন্ত্রাসী ট্রাম্প প্রশাসনের লক্ষ্য তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাট করা।
এ দিকে মার্কিন সামরিক বাহিনীর একটি অংশ ইতোমধ্যে সেনা মোতায়েনের বিষয়টি স্বীকার করেছে।