গত শনিবার ভোররাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে আবু বক্কর সিদ্দিক বাবু (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সরকারি একটা প্রতিষ্ঠানে ফ্লোর ইনচার্জ ও লাইট ম্যানের কাজ করতেন।
পরিবার ও সহকর্মীরা বলছে, আবু বক্কর সিদ্দিক বাবু পুলিশি নির্যাতনে মারা গেছেন।
আজ সোমবার মিললো এ মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আবু বক্কর সিদ্দিক বাবুর ময়নাতদন্ত শেষে মাথায় ও পায়ে আঘাতের দাগ পেয়েছে মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগ।
সোমবার বিকাল ৪টায় ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।
বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ আরো বলেন, মৃত আবু বক্কর সিদ্দিক বাবুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ পেয়েছি। আমরা যেসব জায়গা থেকে আঘাতের দাগ পেয়েছি তার প্রতিটির টিস্যু সংগ্রহ করেছি।
এর আগে শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানা সন্ত্রাসী পুলিশ সন্ধ্যার পর বাবুকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করলে মরদেহটি মর্গে পাঠানো হয়।
নিহত বাবু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
সূত্রঃ বিডি জার্নাল