রাজশাহীর খরচাকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী বিএসএফ। তারা পেশায় সবাই জেলে বলে জানা গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাছ ধরার সময় তাদেরকে পবার খরচাকা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানিয়েছেন।
ওই পাঁচ জন হলেন- রাজন মিয়া, শাহিন মিয়া, দোয়েল মিয়া, কাবিল মিয়া ও রফিকুল ইসলাম। তাদের সবার বাড়ি রাজশাহীর উপজেলার গহমাবোনা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি-১ এর রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘শুক্রবার সকালের দিকে ওই এলাকার অনেক জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। তখন বিএসএফের ৩৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের মধ্যে থেকে পাঁচ জনকে ধরে নিয়ে গেছে বলে সীমান্তবর্তী এলাকা থেকে ফেরত আসা জেলেরা জানিয়েছেন। জেলেদের আটক করা নিয়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।’