বরিশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হলো যুবককে

0
946

বরিশালের মুলাদী উপজেলার চর আলিমাবাদ গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোকলেস খান (৪০) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বেলা সাড়ে ১২টার হামলায় আহত হয় সে। নিহত মোকলেস খান মুলাদীর চর আলামিবাদ গ্রামের বাসিন্দা।

নিহতের ভাই খবির খান জানান, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী কালকিনী উপজেলার মোল্লারহাট বাজার থেকে মোকলেস নিজ বাড়ি মুলাদীর চর আলামিবাদ গ্রামে ফিরছিল। পথিমধ্যে তাকে ধরে নির্জন বাগানে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর সেখানে লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মৃত ভেবে তাকে ফেলে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় মোকলেস মারা যায়।

সূত্রঃ বিডি প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনা ভাইরাসে গরুর মূত্র ও গোবর ব্যবহারের পরামর্শ দিয়েছে : হিন্দু মহাসভা প্রধান
পরবর্তী নিবন্ধঢাকায় বেপরোয়াভাবে চলছে মাদকের রমরমা, বন্ধে নেই উদ্যোগ