সহিংসতা কবলিত রাখাইন ও চিন রাজ্যে আবারও ইন্টারনেট বন্ধ করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।
৫ মাস আগে এমন নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করা হয়েছিল। এখন আবার সেই একই নিষেধাজ্ঞা আরোপের কথা জানাল মিয়ানমারের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান।
নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর টেলিনর গ্রুপ গত সোমবার এক বিবৃতিতে বলেছে,মিয়ানমারের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় রাখাইন ও চিন রাজ্যের পাঁচটি শহরে ফের তিন মাসের জন্য মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এর আগে রাখাইনের মংডু, বুথিডং, রাথিডং ও মায়েবন এবং চিনের একটি শহরে এক মাসের ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিল মিয়ানমার কর্তৃপক্ষ।
এছাড়া,আরও চারটি শহরে গতবছর জুনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। টেলিনর গ্রুপ বলেছে, সরকারি কর্মকর্তারা ‘নিরাপত্তা ও জনস্বার্থের’ কথা বলে সেগুলোতে এখনো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখতে বলেছেন।
বুধবার রয়টার্সকে ফোনে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মায়ো সয়ে বলেছেন,“আমাদেরকে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”