যথা সময়ে অনুষ্ঠিত হবে দেওবন্দের বাৎসরিক পরীক্ষা

0
1070

যথা সময়েই অনুষ্ঠিত হবে দারুল উলূম দেওবন্দের বাৎসরিক পরীক্ষা। খবর দেওবন্দ মিডিয়ার।

দেওবন্দ মিডিয়া জানিয়েছে আজ ইউপির এসডিএম পান্ডে দারুল উলুম দেওবন্দের মুহতামিম আবুল কাসেম নোমানীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি দারুল উলুমের পরীক্ষা হল পরিদর্শন করেন। হল রুমের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা পরিদর্শন শেষে দারুল উলুম কর্তৃপক্ষকে দ্রুত পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কিভাবে ঘরে ফিরবে দেওবন্দ মুহতামিমের এমন প্রশ্নের জবাবে এসডিএম পান্ডে বলেন, যাদের ঘর-বাড়ি কাছাকাছি তাদের জন্য আমরা বাসের ব্যবস্থা করব। আর যারা দিল্লি বা দূরের শিক্ষার্থী তাদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হবে।

এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আত্মরক্ষা পেতে দ্রুত পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অনুরোধ জানান এসডিএম পান্ডে।

এসডিএম আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে দেওবন্দ ও আশপাশ এলাকায় বেশ কয়েকদিন লাগাতার কারফিউ জারি থাকবে। দিনে মাত্র দুই ঘন্টা দোকান খোলা থাকবে। এই সময়ের ভিতরেই সবাইকে প্রয়োজনীয় কাজ সারার নির্দেশ দিয়েছেন এসডিএম পান্ডে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনা ডামাডোলের আড়ালে বাড়ছে এডিস মশার প্রকোপ!
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী || সংখ্যা : ১২ || মার্চ ৩য় সপ্তাহ, ২০২০ ঈসায়ী ||