করোনাভাইরাস সংক্রমনের কারণে গত এক সপ্তাহ ধরে সারবাহী কোন জাহাজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত বাঘাবাড়ি নৌবন্দরে যাচ্ছেনা। এ অবস্থায় বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আর তারই প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় সাত শ’ শ্রমিকের পরিবার পরিজন পড়েছেন অর্থকষ্টে। অনাহারে থাকতে হচ্ছে অনেককে। রিপোর্টঃ কালের কন্ঠের
বাঘাবাড়ি নৌবন্দরের শ্রমিক আজিবর খান বলেন, ‘প্রায় সাত শ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।’
নৌবন্দরের লেবার এজেন্ট আব্দুস সালাম ব্যাপারী বলেন, ‘করোনার প্রভাবে প্রায় এক মাস বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ চলাচল কমে গেছে। সর্বশেষ এক সপ্তাহে সারবাহী কার্গো-জাহাজ আসা একেবারে বন্ধ। এ অবস্থায় শ্রমিকরা কর্মহীন, উপার্জনহীন। এ পরিস্থিতি চললে সার সরবরাহ বন্ধ হয়ে চলতি সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সারের সংকট তৈরী হতে পারে।’