ত্রাণের দাবিতে মিছিল করায় বিক্ষোভকারীদের মারধর চেয়ারম্যানের

0
773
ত্রাণের দাবিতে মিছিল করায় বিক্ষোভকারীদের মারধর চেয়ারম্যানের

ত্রাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে লকডাউন উপেক্ষা করে ত্রাণ বঞ্চিত দুই শতাধিক অভাবি মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

গত মঙ্গলবার এ বিক্ষোভের পর ইউপি চেয়ারম্যানের লোকজন ক্ষুব্ধ হয়ে গ্রামের তিনটি বাড়ি ভাংচুর করেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন মো. সজিব হোসেন (৩৫) ও মাকসুদা খাতুন (২০)।

চরকৈজুরি গ্রামের ত্রাণ বঞ্চিত দুই শতাধিক অভাবি মানুষ চরকৈজুরি বাজারে জড়ো হয়। এ সময় ত্রাণের দাবিতে কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে চেয়ারম্যানের বড় ভাই আব্দুল খালেকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাদের তিনটি বাড়ি ভাঙচুর করে। এ সময় দুইজনকে মারপিট করে আহত করা হয়।
খবরঃ আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পা কাটা সেই মোবারক মারা গেছেন
পরবর্তী নিবন্ধসন্দেহের জেরে কোমরে রশি বেঁধে ৩ কিশোরকে পেটালেন আ.লীগ নেতা