ত্রাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে লকডাউন উপেক্ষা করে ত্রাণ বঞ্চিত দুই শতাধিক অভাবি মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
গত মঙ্গলবার এ বিক্ষোভের পর ইউপি চেয়ারম্যানের লোকজন ক্ষুব্ধ হয়ে গ্রামের তিনটি বাড়ি ভাংচুর করেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন মো. সজিব হোসেন (৩৫) ও মাকসুদা খাতুন (২০)।
চরকৈজুরি গ্রামের ত্রাণ বঞ্চিত দুই শতাধিক অভাবি মানুষ চরকৈজুরি বাজারে জড়ো হয়। এ সময় ত্রাণের দাবিতে কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে চেয়ারম্যানের বড় ভাই আব্দুল খালেকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাদের তিনটি বাড়ি ভাঙচুর করে। এ সময় দুইজনকে মারপিট করে আহত করা হয়।
খবরঃ আমাদের সময়