আলহামদুলিল্লাহ্, প্রতিনিয়ত কাবুল প্রশাসনের দায়িত্ব ছেড়ে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করছে অনেক আফগান সৈন্য। নিজেদের অতীত কার্যক্রমের জন্য তারা লজ্বিত হয়ে মহান রবের কাছে ক্ষমা চাচ্ছেন এবং ইমারতে ইসলামিয়ায় যোগ দিয়ে কাবুল প্রশাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন।
এরই ধারাবাকিতায় ১৭ এপ্রিল আফগানিস্তানের ঘৌর প্রদেশ হতে তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেন কাবুল সরকারের ৪০ সৈন্য।
এমনিভাবে নানগাহার প্রদেশের মারবুতাত জেলা হতে তালেবান মুজাহিদদের সাথে যোগদান করেন ৭ সৈন্য।
একইভাবে বাদগিশ প্রদেশের “মাকার” জেলা হতে তালেবানদের কাছে আত্মসমর্পণ করেন আরো ৪ সৈন্য।