ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দায়িত্বশীল তালেবান মুজাহিদিন চুক্তি অনুযায়ী গত ১৬ এপ্রিল লাগমান প্রদেশের মুতারলাম জেলার “সুলতান গাজী বাবা” এলাকায় কারাবন্দী কাবুল প্রশাসনের ২০ সৈন্যকে মুক্তি দিয়েছেন। এসময় তালেবান মুজাহিদিন উক্ত সৈন্যদেরকে ৫ হাজার আফগান ডলার ও জামাকাপড় প্রদান করেন।
ইমারতে ইসলামিয়ার রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মুহতারাম সোহাইল শাহীন হাফিজাহুল্লাহ্ গতাকাল তাঁরা করা এক টুইটি সংবাদটি নিশ্চিত করেন।
এদিকে ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদও তাঁর করা টুইটে উক্ত বন্দীদের ছবি প্রকাশ করেছেন এবং তিনি এও যোগ করেছেন যে, তাদের ঘরে যাওয়ার জন্য পাঁচ হাজার আফগান ডলার ও তাদের প্রয়োজনীয় জামাকাপড়ও দেওয়া হয়েছে।
কেনো