যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ত্রাণের দাবিতে সোমবার মানববন্ধন করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে তারা খাদ্য সহায়তার দাবি জানিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মহীন মানুষদের দাবি, সরকার ছুটি ঘোষণার পর থেকে তাদের কাজ বন্ধ হয়ে গেছে। কাজের উদ্দেশ্যে বের হলে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থায় খাদ্য না থাকায় অভুক্ত দিন অতিবাহিত করছেন। সরকার খাদ্য সহায়তার ঘোষণা দিলেও তারা কোনো সহায়তা পাচ্ছেন না বলে বাধ্য হয়ে রাজপথে এসেছেন। যশোর ছাড়াও দেশের অন্যান্য স্থানের হতদরিদ্র মানুষেরাও লকডাউন উপেক্ষা করে কাজের সন্ধানে বেড়িয়েছেন । তাদের অভিযোগ তারা পর্যাপ্ত খাদ্য পাচ্ছেন না, তাই মৃত্যু ঝুঁকি নিয়ে পেটের দায়ে রাস্তায় আস্তে হচ্ছে।
রিপোর্টঃ কালের কন্ঠের