করোনার গজবেও থেমে নেই ইসরায়েলী সন্ত্রাসীদের আগ্রাসন,এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

0
606
করোনার গজবেও থেমে নেই ইসরায়েলী সন্ত্রাসীদের আগ্রাসন,এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

করোনাভাইরাস মহামারীর মধ্যেও থেমে নেই দখলদার ইয়াহুদি বর্বর সন্ত্রাসীদের ফিলিস্তিনি মুসলিমদের নিধনযজ্ঞ। জেরুজালেমের কাছের এক তল্লাশিচৌকিতে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সন্ত্রাসীরারা। গতকাল বুধবার এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর জানিয়েছে ।

তিনি বলেন, এক সীমান্ত পুলিশের দিকে গাড়ি নিয়ে এগিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করায় ওই ফিলিস্তিনিকে তাৎক্ষণিক গুলি করে হত্যা করা হয়।

দখলকৃত পশ্চিমতীরে ইহুদিদের অবৈধ বসতি মালু আডুমিমের কাছে ওই পুলিশ সদস্য হালকা আহত হন বলে জানায় ইসরাইলি মুখপাত্র।

এদিকে বৈশ্বিক মহামারী করোনায় অবৈধ রাষ্ট্রটির ১৮৭ নাগরিক মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে বলে বুধবার ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: ইসলাম টাইমস

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারও চার কাশ্মীরীকে হত্যা করলো ভারতীয় মালাউন বাহিনী
পরবর্তী নিবন্ধকাশ্মিরী সাংবাদিকদের উপর ভারতীয় মালাউন বাহিনীর ক্র্যাক ডাউন