আলমডাঙ্গার প্রভাবশালী চাল ব্যবসায়ী অশোক সাহার একটি গোডাউনে অভিযান চালিয়ে ১ শ বস্তা পচা চাল উদ্ধার করা হয়েছে। আজ ১০ মে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই পচা চাল উদ্ধার করে। অশোক সাহার অন্যান্য গোডাউনে অভিযান অব্যাহত রয়েছে।
প্রায় ১ মাস আগে অশোক সাহার অন্নপূর্ণা রাইসমিল থেকে ৫০ বস্তা পচা চাল কুমার নদে ফেলা হলে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা প্রদান করে। অশোক সাহার বিরুদ্ধে চাল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগ দীর্ঘদিনের।
খবর: কালের কন্ঠ
প্রসঙ্গত, গতকাল রাতে আলমডাঙ্গার কুমার নদের পানির ভেতর থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিল দেওয়া ৫০ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনার রহস্য উন্মোচনে প্রশাসন সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালাচ্ছে।