ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দায়িত্বশীল তালেবান মুজাহিদিন কাবুল প্রশাসনের ২৮ কারাবন্দী সৈন্যকে বন্দী মুক্তির ধারাবাহিকতায় মুক্তি দিয়েছেন।
তালিবান মুজাহিদিন বলছেন যে, তারা বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত করেছেন।
কাতারে তালেবানদের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মুহতারাম সোহাইল শাহীন হাফিজাহুল্লাহ্ তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন: “ইমারতে ইসলামিয়া খুবদ্রুত মুক্তি প্রক্রিয়ার ফলস্বরূপ, গতকাল হেরাত প্রদেশ হতে কাবুল প্রশাসনের ২৮ বন্দিকে মুক্তি দিয়েছে।”
তিনি আরও জানান, মুক্তিপ্রাপ্ত বন্দীদেরকে একজোড়া কাপড় এবং ৫০ হাজার আফগান রুপি করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ও দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যে কাতারে হওয়া সমঝোতা চুক্তির আওতায় ৫ হাজার তালিবান বন্দীকে মার্কিন পুতুল সরকারের কারাগার থেকে এবং এক হাজার কাবুল সরকারপন্থী বন্দীকে তালেবান কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, তারই ধারাবাকিতায় এসকল বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।