চাঁদাবাজি করে ধরা খেল সন্ত্রাসী শ্রমিক লীগ নেতা

0
663
চাঁদাবাজি করে ধরা খেল সন্ত্রাসী শ্রমিক লীগ নেতা

বগুড়ায় ধানকাটা শ্রমিক বহনকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী শ্রমিক লীগ নেতা শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে (৪৫) আটক করা হয়।

ঝটিকা শাহীন বগুড়া মোটর মালিক গ্রুপের সদস্য। এর আগে তিনি মোটর মালিক গ্রুপের সড়ক সস্পাদক ও যুগ্ম সম্পাদক ছিলেন।

আমাদের সময় বরাতে জানা যায়, নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ৪৬ জন ধানকাটা শ্রমিক বাসে করে কুমিল্লা যাচ্ছিল। রবিবার রাত ২টার দিকে বাসটি বগুড়ার চারমাথা পৌঁছলে ঝটিকা শাহীনসহ অন্তত ১৫ জন বাসটি থামায়। তারা বাসচালক মনির হোসেনের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বাসচালক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শাহীন ও তার সহযোগীরা বাসচালক মনির ও সুপারভাইজার রতনকে বেদম মারধর করে। তখন বাসে থাকা শ্রমিকরা নেমে শাহীনকে আটক করে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবান তাদের দুটি কারাগার হতে কাবুল প্রশাসনের ৫৩ সৈন্যকে মুক্তি দিয়েছে
পরবর্তী নিবন্ধপেটের জ্বালায় শ্রম বাজারে ভিড় শ্রমিকদের