আল-কায়েদা সিরিয়ান ভিত্তিক শাখা তানযিম হুররাস আদ-দ্বীনে এর অপারেশণ রুম “ওয়া হাররিদীল মু’মিনীন” গত শুক্রবার, ২৯ রমজান, রাশিয়ান দখলদার ও মুরতাদ নুসাইরী মিলিশিয়াদের সাথে একটি বন্দী বিনিময় কার্যকর করেছে।
“বন্দীদের মুক্ত কর” শিরোনামে “ওয়া হাররিদীল মু’মিনীন” অপারেশণ রুমের অফিসিয়াল সংবাদ মাধ্যমে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, সর্বশক্তিমান মহান আল্লাহ্ তা’আলার অনুগ্রহের মাধ্যমে কুখ্যাত নুসাইরী শিয়া মুরতাদ মিলিশিয়াদের সাথে একটি বন্দী বিনিময় অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে। যার মাধ্যমে অপারেশন রুমের হাতে তুর্কমেন পর্বতমালার যুদ্ধের সময় বন্দী হওয়া তিন মিলিশিয়া সদস্যের বিনিময়ে মুজাহিদগণ ২ জন মুসলিম নারী ও ৩ শিশুকে মুক্ত করেছেন।
এর আগে গত ১৮ রমাজান লেবাননের হিজবুল্লাহর দুই সদস্যের মৃতদেহ ছাড়াও আসাদের এক সৈন্যের বিনিময়ে মুজাহিদগণ মুরতাদ বাহিনীর হাতে বন্দী ৩ জন মুজাহিদকে মুক্ত করেছিলেন।