সাভারে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আশুলিয়া থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাজা মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তার রাজা মোল্লা ঘটনার দায় স্বীকার করেছেন।
গতকাল শুক্রবার দুপুরে রাজা মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, তার স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি জানান, ওই নারী তার প্রথম স্বামী মারা যাওয়ার পর ৫ বছর বয়সী কন্যা সন্তান নিয়ে ২০১৩ সালে রাজা মোল্লাকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর রাজা মোল্লা তার প্রথম ঘরের কন্যাকে নানা সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো।
সর্বশেষ গত ১৫ মে রাতে ওই নারী তার প্রথম ঘরের কন্যাসহ রাজা মোল্লাকে নিয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ওই নারী শৌচাগারে যাওয়ার জন্য রুম থেকে বের হলে রাজা মোল্লা তার সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় মেয়ের চিৎকারে তার রুমে গিয়ে মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন মা। পরে রাজা মোল্লা তাকে ও তার মেয়েকে ভয়-ভীতি দেখালে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমাদের সময়