আবারো ভারতের ৯ কিলোমিটার এলাকা দখল করে ১৬টি সেনা শিবির স্থাপন করেছে চীন। অন্যদিকে চীনের মোকাবেলায় সীমান্তে ৪৫ হাজার সেনা প্রস্তুত রেখেছে ভারত। পাশাপাশি টি-৯০ ট্যাংক, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র।
এনডিটিভি জানায়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গালওয়ান নদী এলাকায় পেট্রলিং পয়েন্ট ১৪-এর কাছাকাছি সেনা শিবির তৈরি করছে চীন। গত ১৫ জুন এখানেই সংঘাতে জড়িয়েছিল দুই দেশের সেনাবাহিনী।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দাদের দাবি, গালোয়ান নদী বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রায় ১৩৭ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছে চীন। বলা হচ্ছে ওই এলকায় দীর্ঘদিন থেকে টহল দিচ্ছে ভারতীয় বাহিনী।
সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কালো ত্রিপলের ছবি সম্প্রতি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। সেই ত্রিপল চীনা সেনাবাহিনীর বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। সেই সেক্টরে ৯ কিমির মধ্যে প্রায় ১৬টি শিবির চিহ্নিত করেছে স্যাটেলাইট ছবি।
ভারত জানায়, সামরিক স্তরের আলোচনায় চীন সেনাবাহিনী সরানোর প্রতিশ্রুতি দিলেও প্রকৃত সীমান্ত নিয়ন্ত্রণ এলাকায় ব্যাপক সামরিক উপস্তিতি বাড়াচ্ছে বেইজিং।