করোনায় মারা গেলেন প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী

0
823
করোনায় মারা গেলেন প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী

আবদুল্লাহ আল মহসিন চৌধুরীপ্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী আর নেই। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরী। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর কোভিড-১৯ ধরা পড়ে। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই তিনি মারা যান।

আবদুল্লাহ আল মহসিন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই। কামাল নাসের চৌধুরী তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলো

১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সম্ভ্রান্ত চৌধুরী বংশে আবদুল্লাহ আল মহসিন চৌধুরীর জন্ম। এ বছরের ৮ জানুয়ারি তিনি প্রতিরক্ষাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ সালের বিসিএস ব্যাচে চাকরিতে যোগদান করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিউইয়র্কের সহিংসতার আসল রুপ প্রকাশিত হচ্ছে ধীরে ধীরে
পরবর্তী নিবন্ধদুই বছরের নির্মাণকাজ অব্যাহত ৭ বছর ধরে!