পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ২০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাঞ্জাব প্রদেশের শেখপুরা নামক এলাকার একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডন সূত্রে জানা যায়, নানকানা সাহেব থেকে ২৫ থেকে ৩০ জন শিখ তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। আর ঘাতক শাহ হুসেন এক্সপ্রেস ট্রেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। পাঞ্জাবের শেখপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। কোনও বাধা না থাকায় বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে আসছিলো। ক্রসিংয়ের কাছে ট্রেনটি বাসে ধাক্কা মারে। এতে ২০ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো আটজন। রেল মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। গাফিলতির অভিযোগ ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে।