ফিলিস্তিনিদের সুপেয় পানি চুরি করছে দখলদার ইহুদীরা

0
696
ফিলিস্তিনিদের সুপেয় পানি চুরি করছে দখলদার ইহুদীরা

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী উগ্র ইহুদীবাদী উদবাস্তুরা পশ্চিম তীরের উত্তর-দক্ষিণে অবস্থিত শহর নাবলাসের একটি গ্রামের কূপে সংরক্ষিত থাকা ফিলিস্তিনিদের সুপেয় পানি,গোপনে পানির পাম্প দিয়ে উত্তোলন করে তার সবটুকুই নিয়ে যায়।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলে স্থানীয় বাসিন্দাদের তদারকি ও নজরদারির দায়িত্বে থাকা ‘ঘাসসান দাঘলাস’ বলেছেন, অবৈধ ইয়েতঝার কলোনির উগ্র ইহুদীবাদী উদবাস্তুরা ফিলিস্তিনে বসবাসকারীদের সংরক্ষিত অতি প্রয়োজনীয় সুপেয় পানির কূপে একটি পানির পাম্প স্থাপন করে কূপে সংরক্ষিত থাকা সবটুকু পানিই পাম্প দিয়ে উত্তোলন করে নিয়ে যায়।

উল্লেখ্য,সুপেয় পানি পান করার ক্ষেত্রে উক্ত কূপটি আশপাশের ফিলিস্তিনিদের একমাত্র ভরসা।

সূত্র : ইনসাফ টুয়েন্ট-ফোর ডটকম।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাফিলতির ফলে পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ২০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধইসরাইলের নতুন অবৈধ সংযুক্তি পরিকল্পনার বিরুদ্ধে রামাল্লাসহ বিশ্বের ৩০টি স্থানে বিক্ষোভ