মোটরসাইকেল চুরি মামলায় সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। আটক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ধনিয়া এলাকার আজিজ পাগলার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এতদিন তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। এলাকাবাসী জানায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলহাস কমিটির পদ পাওয়ার পর থেকেই অন্যান্য আওয়ামী নেতাদের মতো এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। আমাদের সময়