ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদদের ভয়ে মুরতাদ কাবুল বাহিনী কান্দাহার ও রোজগান প্রদেশে তাদের নিয়ন্ত্রিত ৯টি চেকপোস্ট ও ৩টি ঘাঁটি ছেড়ে পালিয়েছে।
বিস্তারিত সংবাদ থেকে জানা গেছে, আফগানিস্তানের রোজগান প্রদেশের তিরিনকোট জেলায় গত ১১ জুলাই মুরতাদ কাবুল সরকারি বাহিনীর উপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন তালেবান মুজাহিদিন। আর এই সংবাদ কাবুল বাহিনীর কাছে পৌঁছা মাত্রই তারা জেলাটির ২টি সামরিক ঘাঁটি ও ৫টি সামরিক ফাঁড়ি ছেড়ে পালিয়ে গেছে।
অপরদিকে কান্দাহার প্রদেশের মারুফ জেলার কাবুল সরকারের মুরতাদ বাহিনীর সদস্যরা সরবরাহের অভাবে ৪টি প্রতিরক্ষামূলক পোস্ট এবং একটি মূল ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে। উক্ত এলাকার মহাসড়কগুলো দীর্ঘদিন যাবৎ তালেবান মুজাহিদদের দখলে থাকায় বাহির থেকে কোনো সহায়তা পায়নি কাবুল সরকারি বাহিনী, অতঃপর বাধ্য হয়ে তারা ঘাঁটি ও চেকপোস্টগুলো ছেড়ে চলে যায়।
মুরতাদ বাহিনীর পলায়নের মধ্য দিয়ে কোনো যুদ্ধ ছাড়াই তালেবান মুজাহিদদের নিয়ন্ত্রণে চলে আসে ৩টি ঘাঁটি ও ৯টি চেকপোস্টসহ বিশাল ২টি অঞ্চল।
الحمد لله
قوله تعالي:و أخري تحبو نها نصر من الله وفتح قريب وبشر المؤ منين.
الحمد لله.الحمد لله.الحمد لله
mash allah