দক্ষিণ সোমালিয়ার যুবা রাজ্যের জালাব শহরের একটি জনপ্রিয় পাড়ার একটি বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় চালিয়েছে ক্রুসেডার আমেরিকা। এতে তিন শিশু মারা গিয়েছিল। গত ২৯ জুলাই বুধবার এ বর্বর অভিযান চালানো হয়।
নিহতরা হল, আবু বকর আহমেদ (৮ বছর বয়সী), আবদুল সামাদ হুসেন (১২ বছর বয়সী) এবং আবদুল্লাহ মোহাম্মদ (১৩ বছর বয়সী)। যারা সবাই ক্রুসেডার আমেরিকার বোমা ফেলার পরপরই নিহত হয়েছিলো।
আফ্রিকায় ক্রুসেডার আমেরিকার সামরিক কমান্ড “আফ্রিকোম”এর একটি নতুন প্রতিবেদন প্রকাশের একদিন পরই এই বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে গত ফেব্রুয়ারিতে তাদের একটি বোমা হামলায় একজন বেসামরিক (মহিলা) নিহত এবং ৩ জন আহত হওয়ার কথা তারা স্বীকার করেছে, এর আগে ক্রুসেডার আমেরিকা ঘোষণা করেছিল যে এতে ২ জন মুজাহিদ আহত হয়েছে।
এভাবেই আফ্রিকা জুড়ে প্রতিনিয়ত নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা করে চলছে ক্রুসেডার আমেরিকা, আর তা ধামাচাপা দিতে প্রস্তুত করা হয় নানাধরণের নাট্যমঞ্চ।