মদ কেনাবেচার জন্য বারের অনুমতি দিচ্ছে মুরতাদ সরকার

0
1212
মদ কেনাবেচার জন্য বারের অনুমতি দিবে  সরকার

বিশ্বের সংখ্যা গরিষ্ঠ মুসলিম হয়েও বাংলাদেশে মদ কেনাবেচার জন্য বারের (পানশালা) লাইসেন্স দেওয়ার মত ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ‘হোটেল/রেস্তোরাঁ/ক্লাবে বার লাইসেন্স ও সব রকমের অফ শপ এ বিলাতি মদ/বিদেশি মদের লাইসেন্স/পারমিট প্রদান ও নবায়ন সংক্রান্ত’ একটি নীতিমালার খসড়া প্রস্তুত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দেশে অ্যালকোহল বা মদ কেনাবেচায় মুসলিম প্রহিবিশন রুল ১৯৫০ ও এক্সাইজ ম্যানুয়াল, ভলিয়ম-২ এর বিধান প্রতিপালন করা হয়।

এছাড়া প্রয়োজন অনুযায়ী নির্বাহী আদেশে অ্যালকোহল বা মদ্যপান কেনাবেচার বিষয়টি নিয়ন্ত্রিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এতদিন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচ তারকা মানের হোটেলে বারের লাইসেন্স দেওয়া হয়েছে।

কিন্তু এবার টু-স্টার মানের হোটেলেও বারের লাইসেন্স দেওয়ার চিন্তা করছে সরকার। বারের লাইসেন্স দেওয়ার জন্য যে খসড়া নীতিমালা তৈরি হয়েছে তাতে কূটনৈতিক জোন, বিশেষ অর্থনৈতিক জোন এবং পর্যটন এলাকায় বারের লাইসেন্সের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মদ ইসলাম ধর্মে কঠিনভাবে হারাম। মদ পান করা, কেনাবেচা করা, তৈরি করা সবকিছুই হারাম।

বাংলাদেশের মত মুসলিম দেশে মদের লাইসেন্স দেয়ার এই ব্যাপকতা সামাজিক অবক্ষয়কে আরো বৃদ্ধি করবে বলে মনে করেন ইসলামিক বিশেষজ্ঞরা।

সূত্র: ইসলামটাইম২৪.কম

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | লাগমান প্রদেশে শরিয়াহ্ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত তালেবান মুজাহিদিন
পরবর্তী নিবন্ধআবারো প্রাণ প্রিয় রাসুল (সাঃ)-কে নিয়ে মালাউন শ্রাবণ হালদারের কটুক্তি