পশু চিকিৎসক পরিচয় দিয়ে দিনে গরু দেখে রাতে চুরি করতো ছাত্রলীগ নেতা

0
1502
পশু চিকিৎসক পরিচয় দিয়ে দিনে গরু দেখে রাতে চুরি করতো ছাত্রলীগ নেতা

গরু চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় কৃষকের গরু দিনে দেখে আসে, এর পর রাতে চুরি করে বিক্রির অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল (৩০)।

সোমবার রাতে উপজেলার কেরোয়া ইউপির মীরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক, ব্যবসায়ী ও নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

আটক শাকিল উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ছবিলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

কেরোয়া ইউপির বড় বাড়ির ক্ষতিগ্রস্ত কৃষক সজীব বলেন, কিছু দিন আগে আমার একটি গরু চুরি হয়। তবে গরু চুরির দুদিন আগে শাকিল সেটি বিক্রির কথা জানতে চেয়েছিলো। তখন আমি না করি। তখন এ ঘটনায় আমি শাকিলকে সন্দেহ করেছিলাম।

সোমবার সকালে আমার এক লোকের মাধ্যমে জানতে পারি শাকিল সদর উপজেলার বশিকপুর ইউপির নাগেরহাট বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে গরু বিক্রির টাকার জন্য অপেক্ষা করছেন। তখনই স্থানীয় লোকদের মাধ্যমে শাকিলকে আটক করে রায়পুরের মিরগঞ্জ বাজারে নিয়ে আসা হয়।

আরেক কৃষক রায়পুরে গাইনের বাড়ির জাকির জানান, শাকিল গত কয়েক দিন ধরে গোপনে পশু চিকিৎসক পরিচয় দিয়ে আমার গরু চিকিৎসার নামে দেখে আসে। রাতে ঘুম থেকে উঠে দেখি আমার গরু চুরি হয়ে গেছে৷ সে বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে খামার থেকে গরু চুরি করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, রমজানের ঈদ থেকে গরু চিকিৎসক পরিচয় দিয়ে শাকিল বিভিন্ন এলাকার কৃষকের গরু দিনে দেখে আসে; এর পর রাতে চুরি করত।

সদর উপজেলার হামছাদী ইউপি সদস্য জহির ও ফারুক হোসেন মোবাইল ফোনে জানান, আটক গরুচোর শাকিলের বিষয় নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর স্থানীয়ভাবে সালিশবৈঠক হবে। তখনই তার সঠিক বিচার হবে।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, ছাত্রলীগ নেতা শাকিলের গরু চুরির ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্ত কৃষকরা স্থানীয়ভাবে সমাধান চাওয়ায় বৈঠকের তারিখ দেয়া হয়েছে। তখনই সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা শাকিল গত তিন দিনে তিনটি গরু চুরি করেছে বলে শিকার করেছেন। তবে আট কৃষকের গরু চুরি হয় বলেও জানিয়েছেন।

সূত্র: ইসলামটাইম২৪.কম

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারো প্রাণ প্রিয় রাসুল (সাঃ)-কে নিয়ে মালাউন শ্রাবণ হালদারের কটুক্তি
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || আগস্ট ৫ম সপ্তাহ, ২০২০ঈসায়ী ||