![জেরুজালেমে ৬৫০টি বাড়ি গুড়িয়ে দিলো দখলদার ইসরায়েল জেরুজালেমে ৬৫০টি বাড়ি গুড়িয়ে দিলো দখলদার ইসরায়েল](https://i0.wp.com/;https://i.ibb.co/x6tqGP3/20190925-2-38400153-47911910.jpg?w=696&resize=696,0&ssl=1)
সন্ত্রাসী ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃপক্ষ বরাবরের মতো আবারো দু’জন ফিলিস্তিনিকে নিজ বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।
গতো ৩১ আগস্ট এ ঘটনা ঘটে।জেরুজালেমের বেইত হানিনা এলাকায় আব্দুস সালাম ও ওদাই আল-রাজম নামে দুই ভাইকে নিজ বাড়ি ভেঙে ফেলার অবৈধ নির্দেশ দেওয়া হয়। বরাবরের মতো বাড়ি না ভাঙলে মোটা অংকের জরিমানা করারও হুমকি দেয় সন্ত্রাসী ইসরায়েল।
এ নিয়ে গতো আট মাসে ঘৃণ্য ইহুদিরা ফিলিস্তিনের ৬৫০ টি বাড়ি ভেঙে ফেলতে বাধ্য করেছে।
উল্লেখ্য, দখলদার ইসরায়েল কর্তৃক অবৈধভাবে দখলকৃত পূর্ব জেরুসালেম অঞ্চলটিকে ইসরায়লি সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে ‘এরিয়া সি’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যার ফলস্বরূপ বর্বর ইসরায়লি বাহিনী নিয়মিতভাবে এই অঞ্চলে ফিলিস্তিনি বাড়িঘর গুড়িয়ে দেয়াসহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালিয়ে যাচ্ছে।
সূত্র: মিডলইস্ট মনিটর