বিখ্যাত ক্বারী আবদুল্লাহ বাসফার সৌদি সরকার কর্তৃক গ্রেফতার

0
785
বিখ্যাত ক্বারী আবদুল্লাহ বাসফার সৌদি সরকার কর্তৃক গ্রেফতার

সৌদি আরবের তথা মুসলিম বিশ্বের বিখ্যাত ক্বারী শেখ আব্দুল্লাহ্ ইবনে আলি বাসফারকে সৌদি সরকার কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

মিডলইস্ট মনিটরের তথ্যমতে, ৪ সেপ্টেম্বর সৌদির দ্যা প্রিজনার্স অব কনসায়েন্স টুইটার একাউন্টে এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, ২০২০ সালের আগস্ট মাসে ক্বারী বাসফারকে আটক করা হয়েছে। তবে আটকের নির্দিষ্ট তারিখ, সময়, স্থান ও কিভাবে আটক করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ক্বারী বাসফার জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ওয়ার্ল্ড বুক অ্যান্ড সুন্নাহ সংস্থার প্রাক্তন সেক্রেটারি জেনারেল।

উল্লেখ্য, গতো ২০১৭ সালে সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর থেকে যে-ই তার দেশ পরিচালনা করার ভুল পদ্ধতি এবং মুসলিমদের পবিত্রভূমি সৌদি আরবকে ধর্মনিরপেক্ষ কুফরি রাষ্ট্রে পরিণত করার বিষয়ে কথা বলেছেন তাদের উপরেই নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন। বিশেষ করে সচেতন আলেম সমাজ, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সাইবার এক্টিভিস্টদের প্রতিনিয়ত গ্রেফতার, হত্যা ও গুম করা হচ্ছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | ইসলামি ইমারতের নিয়ন্ত্রিত কুনার প্রদেশের জানবায তালেবান মুজাহিদিন
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী আ’লীগ নেতার ছুরিকাঘাতে নিহত এক নারী, আহত আরেকজন