‘ইসরাইলকে স্বীকৃতি দাও সন্ত্রাসীর খাতা থেকে নাম কাটাও’

0
678
‘ইসরাইলকে স্বীকৃতি দাও সন্ত্রাসীর খাতা থেকে নাম কাটাও’

 

মার্কিন সরকার সুদানকে এই প্রস্তাব দিয়েছে যে, দেশটি ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিলে সুদানের নাম সন্ত্রাসবাদে সমর্থনের দেশগুলোর তালিকা থেকে বাদ দেয়া হবে।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী উমর কামারুদ্দিন আমেরিকার এই ন্যাক্কারজনক প্রস্তাবের খবর ফাঁস করে দিয়েছেন। তিনি আরবি দৈনিক আত-তিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি খার্তুম সফরে গিয়ে সুদান সরকারকে এই প্রস্তাব দিয়েছেন।

তিনি জানান, পম্পেও সুদান সরকারকে বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সুদানের কথিত সমর্থনের কারণে দেশটির যে নাম আমেরিকার সন্ত্রাসবাদের কালো তালিকায় রয়েছে তা কাটাতে হলে ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে। পম্পেও এই দু’টি বিষয়কে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেন। নয়া দিগন্ত

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ না থাকলেও ‘গায়েবি’ বিদ্যুতেই ঘুরছে মিটার
পরবর্তী নিবন্ধসোমালিয়া | ক্রুসেডারদের যৌথ বাহিনীতে আল শাবাব মুজাহিদদের হামলা, ১০ এরও অধিক নিহত ও আহত