৫ হাজার কারাবন্দী তালেবান মুজাহিদের মুক্তির পরই ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আন্তঃ আফগান আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করেছেন ২১ সদস্যের একটি তালেবান প্রতিনিধিদল। আলোচনা শুরুর আগের ও চলমান সময়ের কিছু দৃশ্য দেখুন
৫ হাজার কারাবন্দী তালেবান মুজাহিদের মুক্তির পরই ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আন্তঃ আফগান আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করেছেন ২১ সদস্যের একটি তালেবান প্রতিনিধিদল। আলোচনা শুরুর আগের ও চলমান সময়ের কিছু দৃশ্য দেখুন
মুরতাদদের সাথে চুক্তি কিভাবে জায়েজ?নাকি তালেবান আফগান মুরতাদ সরকারকে মুরতাদ মনে করে না?
এটা আন্তঃআফগান আলোচনা। আফগান সরকারের সাথে কোনো চুক্তি নয়। আফগানিস্তানের জনগণ হিসেবে আফগান সরকারও আন্তঃআফগান আলোচনার একটা অংশ হতে পারে ভাই। আর আপনি তাড়াহুড়া করছেন কেন? তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে ভাই। আমরা আমাদের ভাইদেরকে হক্বের উপরই পেয়েছি, আলহামদুলিল্লাহ। মৃত্যু অবধি হক্বের উপরই থাকবো ইনশাআল্লাহ।